ফ্লোরিডার খরচ নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম
ফ্লোরিডার খরচ নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। তারপর আমাদের Bangla Vibes Community 🇺🇸🇧🇩 তে Mehedi Hasan Munna নিউ ইয়র্কের খরচ নিয়ে একটা পোস্ট দিয়েছে। নিচে সেটা তুলে ধরলাম:
যে স্বপ্নের শহরে আয় থেকে ব্যয় বেশি!
নিউ ইয়র্ক সিটিতে কাপল দের মাসিক খরচ শুনলে অবিশ্বাস মনে হবে নিম্নে তুলে ধরলাম :
ঘর ভাড়া-$২৫০০ থেকে ২৭০০ (দুই বেডরুম ) সোজা বাংলয়ায় বললে শহর থেকে এক দের ঘন্টা দুরত্তের ভাড়া আর কি।
খাওয়া দাওয়া খরচ -$৬০০
ফোন বিল-$১৫০
ইলেকট্রিসিটি বিল-$২৫০
গ্যাস বিল-$৩০০
গাড়ির পেমেন্ট-$৫০০ (মিনিমাম)
গাড়ির ইন্স্যুরেন্স-$৪০০-৭০০
গাড়ির গ্যাস-$২০০(মিনিমাম)
শপিং $ ২৫০ (মিনিমাম)
সবকিছুর মিনিমাম ধরলাম প্রায় $৫৫০০ ডলার , এরপরে হলো অন্যান্য সব খরচ তো আছেই, বাহিরে খাওয়া বলেন, বা ছুটির দিনে কোথাও ঘুরতে গেলে তো আপনার ২০০ ডলার খরচ আছেই দিনে আরও অনেক রকম সাবস্ক্রিপশন বলেন বা অনেকরকমের খরছ আছেই। তো ভালো ভাবে থাকতে চাইলে আপনার ৭০০০ ডলার বাজেট রাখতে হবে নিউইয়র্কে।